আহসান হাবীব সুমন :
চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ম শ্রেণীর ছাত্র জোবায়ের আহমেদ সিহাব (১১) নিহত হয়েছে। জানাগেছে,বৃহস্পতিবার সকাল ১০টার সময় বাড়ী থেকে বের হয়ে রহিমানাগর – মাধাইয়া সড়ক দিয়ে সিহাব বাইসাইকেল যোগে র্পাশ্ববর্তী রহিমানাগর যাওয়ার উদ্দ্যেশে রওয়ানা হয়। পথেমধ্যে নাউলা এলাকায় পৌছেলে অজ্ঞাত গাড়ি ড্রাইভার তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা ওই সড়কে সাইকেলের পাশে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সংজ্ঞাহীন শিহাবকে রহিমানাগর বেসিক এইড এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সিহাব উপজেলার গোহট উত্তর ইউনিয়নের তালতলী গ্রামের আকতার হোসেনের ছেলে।