শাখাওয়াত হোসেন শামীম:
হাজীগঞ্জ উপজেলায় দৈনিক দেশ রূপান্তরের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
রবিবার (১২ মার্চ) হাজীগঞ্জ পৌরসভার হল রুমে আলোচনা সভা ও কেক কেটে পালন করা হয় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী।
এতে প্রধান অতিথি ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম মাহবুব উল আলম লিপন।
দৈনিক দেশ রূপান্তর ৪র্থ বছর শেষ করে ৫মে পদার্পণ করে।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে ও দেশ রূপান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি মেহেদী হাছান পাপ্পুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, এসএ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য হাবীবুর রহমান,দৈনিক ইত্তেফাক পত্রিকার হাজীগঞ্জ উপজেলা সংবাদদাতা শাখাওয়াত হোসেন শামীম, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মজিবুর রহমান পাটোয়ারী, সংবাদকর্মী জসিম উদ্দিন, হোসেন বেপারী, রিয়াজ শাওন, প্রভাষক নাজমুল হাসান বাবু প্রমুখ।