কবির আহমেদ:
মুজিববর্ষ উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালে ৭ জেলার ১৫৯ উপজেলাকে সম্পূর্ণ ভূমিহীন -গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের পরপরই চাদঁপুরের হাজীগঞ্জে ০৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে জমির দলিল হস্তান্তর করা হয়।
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এদিন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে অনাড়ম্বর অনুষ্ঠানে ১০নং গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়ন ভাউড়পাড় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে ৪র্থ ধাপে আরো ০৪ জন দুস্থ-অসহায় পরিবারকে জমির দলিল ও ঘরের চাবী হস্তান্তর করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন,কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, পিআইও মোঃ জাকির হোসাইন,উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাকটর সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ৮ নং হাটিলা পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার সহ জনপ্রতিনিধিবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।