মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট স্যানেটারী মালামালের ব্যবসায়ী (আরএফএল ডিলার) মো. শরীফ হোসেন মুন্সীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে নিজ বাড়ির উঠানে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে তিনি মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে অসুস্থতাজনিত কারনে মারা যান।
মৃত্যুকালে মো. শরীফ হোসেন মুন্সীর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি বাবা, মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অংসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা গ্রামের মুন্সী বাড়ির মো. আব্দুল হাই মুন্সীর ছেলে ও হাজীগঞ্জ বাজারস্থ মেসার্স শরীফ এন্টার প্রাইজের সত্ত্বাধীকারী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মো. শরীফ হোসেন মুন্সী। এ সময় তাঁর প্রতিষ্ঠানের লোকজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা নেওয়ার পথে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
এ দিকে মো. শরীফ হোসেন মুন্সীর মৃত্যুতে তাঁর পরিবার, নিকট আত্মীয়-স্বজন ও ব্যবসায়ী সমাজে শোকের ছায়া নেমে আসে। তাঁর মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, হাজীগঞ্জ বাজারস্থ টাইলস এন্ড স্যানেটারি সমিতি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।