মতলব উত্তর ব্যুরো:
চাঁদপুর জেলার অন্যতম সামাজিক সংগঠন ‘মতলবের মাটি ও মানুষ’ গ্রুপের এডমিন শামীম খান এর প্রচেষ্টায় এবং সদস্যদের পক্ষ থেকে ৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ছেংগারচর বাজারে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করে সংগঠনের সদস্যবৃন্দ এবং ইফতার সামগ্রী অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেন।
ইফতার সামগ্রীর প্রতি প্যাকেজে রয়েছে খেজুর ১কেজি, মুড়ি ২কেজি, ছোলা বুট ২কেজি, চিনি ১ কেজি, পেয়াজ ১কেজি, মসুর ডাল ১কেজি, সয়াবিন তৈল ১কেজি, বেসন ১কেজি, আলু ১কেজি, ট্যাং ১প্যাকেট।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক খাঁন, সাংবাদিক মমিনুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন খাঁন, যুবলীগ নেতা লিটন, মতলব উত্তর মোটরসাইকেল গ্যারেজে মালিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান সরকার, মতলবের মাটি ও মানুষ ফেসবুক গ্রুপের এডমিন শামীম খান, রাজিব সহ এডমিন ও মডারেটর ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।