স্টাফ রিপোর্টার:
ভারতের কাশ্মীর প্রদেশের শ্রীনগর সিটি রোটারী ক্লাবের সাথে চাঁদপুর রোটারী ক্লাব
নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ সন্ধ্যা ৬টায়
ভারতের শ্রীনগর শহরের হোটেল বুর্জে ঐ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর সিটি রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৩-২৪) ও বর্তমান সেক্রেটারী
রোটা. ড. সাফুরা জাভেদের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার
প্রেসিডেন্ট রোটা. সুজাতা সেলিম ও ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. নাসির
ফায়েজ। এসময় চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী ইলেক্ট (২০২৪-২৫) ও দৈনিক
ইল্ধসঢ়;শেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন চাঁদপুর রোটারী ক্লাবের
চলতি বছরের অভিষেক অনুষ্ঠানের সুভেনির তাদের হাতে তুলে দেন। তারাও শ্রীনগর সিটি
রোটারী ক্লাবের ফ্লাগ ব্যানার রোটা. সুমনের হাতে তুলে দেন।
সভায় শ্রীনগর সিটি রোটারী ক্লাব ও চাঁদপুর রোটারী ক্লাব নেতৃবৃন্দ বিভিন্ন
যৌথ প্রকল্প বাস্তবায়নের জন্য নানা বিষয় নিয়ে কথা বলেন। চাঁদপুর রোটারী ক্লাবের পক্ষ
থেকে তাঁদের বাংলাদেশ তথা চাঁদপুর সফরের আমন্ত্রণ জানানো হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট
রোটা. কাজী শাহাদাত, এক্স-রোটা. অ্যাড. চৌধুরী ইয়াসিন আরাফাত, চাঁদপুর হিলসা
সিটি রোটারী ক্লাবের রোটা. মাহমুদা খাতুন এবং চাঁদপুর সেন্ট্রাল রোটারী
ক্লাবের মেম্বার রোটা. গিয়াসউদ্দিন মিলন। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর
প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসানউল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রহিম
বাদশা, রিয়াদ ফেরদৌস প্রমুখ।
উল্লেখ্য, ভ‚স্বর্গ হিসেবে খ্যাত ভারতের কাশ্মীরে অবস্থিত শ্রীনগর সিটি রোটারী
ক্লাবটি ২০২০ সালে প্রতিষ্ঠিত। পাহাড়ঘেরা ও বরফ আচ্ছাদিত নগরীতে রোটারী ক্লাবের
কার্যক্রম পরিচালনা কষ্টকর হলেও সেবার মানসিকতা নিয়ে একদল তরুণ-তরুণী শ্রীনগর
সিটি রোটারী ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে কাশ্মীরের বিভিন্ন শহরে ৫/৭টি
রোটারী ক্লাব কার্যক্রম পরিচালনা করছে।