বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হচ্ছেন পাকিস্তান মুসলিম লীগের -নওয়াজ প্রধান শাহবাজ শরিফ। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা পার্লামেন্ট (জাতীয় পরিষদ) থেকে গণপদত্যাগ করে ওয়াক আউট করলে এই পরিস্থিতি তৈরি হয়।
এর আগে অনাস্থা ভোটে হেরে ইমরান প্রধানমন্ত্রিত্ব হারানোর পর প্রধানমন্ত্রী পদে শাহবাজ এবং পিটিআই থেকে ইমরান সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি প্রার্থী হন। খবর ডনের।
সোমবার প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্ট অধিবেশন শুরুর পর পিটিআই প্রার্থী মাহমুদ কুরেশি ঘোষণা দেন, পিটিআইয়ের আইনপ্রণেতারা পার্লামেন্টে থেকে গণপদত্যাগ করবেন। এরপর পিটিআই আইনপ্রণেতারা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করেন।
এদিকে পিটিআইয়ের পার্লামেন্ট থেকে ওয়াক আউটের ঘোষণায় ডেপুটি স্পিকার কাসিম সুরিও ওয়াক আউট করেন। এতে চলমান অধিবেশন পরিচালনা করছেন মুসলি লীগের আয়াজ সাদিক।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা ভোটে হারার দুই দিন পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের এই প্রক্রিয়া শুরু হলো। সোমবার কোরআন তেলওয়াতের মাধ্যমে পার্লামেন্টের অধিবেশন শুরু হয়।