https://www.facebook.com/rknews71/খুলনা জেলা কারাগারে হাইকোর্টের নির্দেশে ভিকটিমকে বিয়ে করলেন ধর্ষণ মামলার আসামি। বিয়ের দেনমোহর ধার্য করা হয়েছে এক লাখ ৫০ হাজার টাকা।
আজ সোমবার (১১ এপ্রিল) পর্যন্ত বর (হাজতি) রফিকুল ইসলাম বাবু এবং কনে (ভিকটিম) সুখমনি জেলা কারাগারের হেফাজতে রয়েছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) ভিকটিম সুখমনিকে বাগেরহাটে দশানি সেভ হোমে পাঠানো হবে।
বিষয়টি সোমবার সন্ধ্যায় নিউজ টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন জেল সুপার মো. ওমর ফারুক।
এর আগে রোববার কারাগারের অফিস কক্ষে জেলা বিবাহ রেজিস্ট্রারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। এ সময় জেল সুপার মো. ওমর ফারুক, ডেপুটি জেলার মো. ফখরউদ্দিন, ডেপুটি জেলার মো. নূর-ই-আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন। তাদের বিয়ের দেনমোহর উভয়ে সম্মতিতে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়।
জানা যায়, নগরীর রায়পাড়া ক্রস রোডের মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম বাবুর বিরুদ্ধে ২০২০ সালে ১৪ ডিসেম্বর মামলা হয়। মামলার তিনদিন পর থেকেই তিনি জেলা কারাগারে রয়েছেন।
বাবু দিনমজুর হিসেবে বিভিন্ন বাড়িতে কাজ করতেন। তার বিরুদ্ধে কসমস ক্লাব এলাকার মৃত গণি মোড়লের মেয়ে সুখমনিকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। এরপর সুখমনি অন্তস্বত্তা হয়ে পড়লে তাকে বাগেরহাটে সেফ হোমে রাখা হয়। এ ঘটনায় তার একটি সন্তানও জন্ম নিয়েছে।
এদিকে সম্প্রতি সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ, হাইকোর্ট বিভাগ, ঢাকা এর ক্রিমিনাল মিস কেস নং-৬৯৯৯/২০২২ এর নির্দেশনা মোতাবেক ভিকটিম সুখমনি এবং হাজতি বন্দি মো. রফিকুল ইসলাম বাবু এর কারাগারে অন্তরীণ অবস্থায় বিয়ের নির্দেশনা আসে।
কারাগারের জেলার মো. তারিকুল ইসলাম নিউজ টোয়েন্টিফোরকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।