চাঁদপুরের হাজীগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
সোমবার (১৫-জুলাই) বেলা সাড়ে ১২টায় হাজীগঞ্জ পশ্চিম বাজার বালুর মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল বের করে কোটা সংস্কারের দাবি তোলা আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি একাধিকবার পুরো বাজার প্রদক্ষিণ শেষে বিশ্বরোড এলাকায় গিয়ে অবস্থান কর্মসূচিতে রুপ নেয়। সেখানে ৫ মিনিট অবস্থান করার পর হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে অবস্থান কর্মসূচি ভেঙে আবারও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
কোটা সংস্কারের দাবিতে করা এ বিক্ষোভ মিছিলে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ’ সহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।