ফরিদগঞ্জ :
ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরিহ পরিবারের ওপর সন্ত্রাসী
হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে লিখিত
অভিযোগ পাওয়ারপর ঘটনার প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে
অভিযুক্ত রাফাত হোসেন বেপারী (১৮) নামের এক যুবককে আটক করে
আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। উপজেলার চরদুঃখীয়া পশ্চিম
ইউনিয়নের বিষকাটালী গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে তথ্যানুসন্ধানে জানা যায়, অভিযুক্ত রাফাত হোসেন
বেপারী এলাকাতে তরুণ ছেলে মেয়েদের নিয়ে বিভিণœ
অসামাজিক কর্মকান্ড সংগঠিত করে আসছে। তারাই
ধারাবাহীকতায় ২ এপ্রিল ( রোববার) অপরিচিত একটি মেয়েকে
নিয়ে রাফাত হোসেনসহ একদল যুবক এলাকাতে চলাফেরা করছে
সন্ধ্যারপর। বিষয়টি ভুক্তভোগীর ছেলে দেখে সামাজিক দ্বায়বদ্ধতা
থেকে এমন অপরাধ না করার জন্য তাঁদের বারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে
ওইদিন রাতে অভিযুক্তরা ভুক্তভোগীর ছেলে ও স্বামীর ওপর দেশীয় অস্ত্র
দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে
আহতদের উদ্ধার করে হাসপালে পাঠায়।
থানায় অভিযোগকারী সুমি বেগম এ প্রতিবেদককে জানান,
আমার পরিবারের সাথে অভিযুক্তদের পূর্বে কোন শত্রæতা ছিলনা।
তারা বিভিন্ন এলাকা থেকে মেয়েদের এনে নানা অপর্কম করে ও
মাদকের সাথে সম্পৃক্ত। এসব দেখে আমার ছেলে সামাজিক
দ্বায়বদ্ধতা থেকে তাদের মৌখিকভাবে বাঁধা প্রদান করে। এতে তারা
আমার ছেলে ও স্বামীকে অস্ত্র দিয়ে কুপিয়েছে। বর্তমানে তারা
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি তাদের বিচার চাই।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় সূধীসমাজের কয়েকজন এ
প্রতিবেদককে বলেন, রাফাত হোসেন বেপারীসহ আরোক কয়েকজন
আছে। তারা প্রকাশ্যে মাদক সেবন, বিক্রয় ও বিভিন্ন সময়
অপরিচিত মেয়েদের সাথে নিয়ে অবাধে চলাফেরা করে।যে সব
মেয়েদের সাথে ওইসব ছেলেদের কোনো প্রকার আত্মীয়তার সম্পর্ক
খুঁেজ পাওয়া যায়না। আমরা এমন অপরাধ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ
কামনা করছি।
বিষয়ে নিয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, লিখিত
অভিযোগ পেয়ে তদন্ত শেষে নিয়মিত মামলা রুজু করে একজনকে
গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের আইনের
আওতায় নিয়ে আসার অভিযান অব্যাহত রয়েছে। এক প্রশ্নের
জবাবে তিনি বলেন, ফরিদগঞ্জ উপজেলাকে অপরাধ মুক্ত করতে থানা
পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।