হাজীগঞ্জ ব্যুরো:
হাজীগঞ্জে হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণপাঠাগারের উদ্যোগে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে। উপদেষ্টা সদস্য কাজী জসিম উদ্দিনের অর্থায়নে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে পৌরসভাধীন টোরাগড় গ্রামে শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এদিন উপদেষ্টা সদস্য ও পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র পরিবারের হাতে ঈদ উপহার হিসাবে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় সাবেক কাউন্সিলর এমরান হোসেন মুন্সী ও বিশিষ্ট ব্যবসায়ী আজাদ সরকার উপস্থিত ছিলেন।
সভাপতি সাইফুল মিজি ও সাধারণ সম্পাদক মো হান্নান তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে উপহার সামগ্রী বিতরণে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রাজন, প্রচার সম্পাদক আজমির তালুকদার , ক্রীড়া সম্পাদক মো. হাসান তালুকদার, সদস্য মো. তামিম, পরান তালুকদার প্রমুখ।