নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শাহরাস্তিতে মতবিনিময় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল ২৮ রমজান উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,যুবদল, ছাত্রদল,শ্রমিক দল,কৃষক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের আয়োজনে সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান পাটোয়ারী। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেত্রী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাউন্সিলর আব্দুল কুদ্দুস রানা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আবু হানিফ, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, মোঃ, ফারুক হোসেন,লোকমান হোসেন, মোঃ জাকির হোসেনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,যুবদল,ছাত্রদল, শ্রমিক দল,কৃষকদল অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন এই প্যাসিবাদী সরকারকে পতনের লক্ষ্যে বিএনপির সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন করা করতে হবে। এখন আর এই স্বৈরাচারী সরকারকে জনগণ চান না। জনগণ এখন শান্তিপূর্ণ সঠিকভাবে ভোটের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চায়। রাতের অন্ধকারে ভোট চুরির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় থাকা সরকারকে এখন আর জনগণ মেনে নিবে না। নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন দিতে হবে।
আলোচনা সভা শেষে চাঁদপুর ৫ আসনের বিএনপি’র বারবার নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য এম এ মতিন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান মাস্টার, মাহফুজুর রহমান পাটোয়ারী,শহীদ ইকবাল হোসেন মিলন, মহসিন পাটোয়ারী, শফিউল্লাহ মিয়া,মোহাম্মদ মাস্টার,আব্দুল মমিন মেম্বার, মাওলানা মোজাফফর হোসেন, আব্দুল কাদের খান, আনিসুর রহমান সোহেল শাহজান মজুমদার সাজু আব্দুল খালেক মজুমদার, আব্দুল মমিন নবাবপুর, শাহাবুদ্দিন মজুমদার, এডভোকেট এহসান গনিসহ সকল প্রয়াত নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।