জসিম উদ্দিন:
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩এপ্রিল) বিকেল ৪টার দিকে ফরিদগঞ্জ প্রেসক্লাব হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটনের সঞ্চালনায় ও সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের জনবান্ধব কর্মকর্তা যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান।
এ সময় তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের দ্বারা অব্যাহত রাখতে এবং জনগণের আরও বেশি সেবা করার লক্ষ্যে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন,আওয়ামী লীগ নেতা এডভোকেট মোহাম্মদ আলী, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ,সাবেক সাধারণ সম্পাদক প্রবীরচক্রবর্তী , সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল ।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, সাংবাদিক আনিসুর রহমান সুজন, নারায়ন রবিদাস, আবু ছালে মোঃ বারাকাতুল্লাহ, জসিম উদ্দিন মিয়াজী, লিটন চক্রবর্তী, গাজী মমিন, আক্তার হোসেন, মোঃ আঃ কাদির ,আব্দুস সালাম, ফাহাদ হোসেন ,মামুন হোসেন, মানিক মিয়া, জসীম উদ্দীন প্রমুখ।