মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালীর অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।
শাহরাস্তিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী।
অগ্নিকাণ্ডে বসত ও রান্নাঘর পুড়ে ছাই, সর্ব নিঃস্ব হলো পরিবারের লোকজন। ১৫মে সোমবার বেলা ১২ টার সময় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর গ্রামের নুর বাড়ির জাহাঙ্গীর আলমের বসত ঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মহুতের মধ্যেই সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও অগ্নিকাণ্ডের ঘটনার স্থল পরিদর্শন করেন
উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান। ইউপি সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ওই সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান এবং চেয়ারম্যান নগদ অর্থ তুলে দেন।