Header Border

ঢাকা, সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
মতলব উত্তরে সওদাগর বাড়ীর উদ্যোগে পবিত্র ওরশ শরীফ পালিত মতলব উত্তরে তরঙ্গ ছাত্র কল্যান পরিষদের শিক্ষা বৃত্তি,কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা।  আজ পবিত্র শবে মেরাজ ফরিদগঞ্জে যাত্রী সেজে ছিনতাইয়ের সময় চুরিকাঘাতে ছিনতাইকারী চক্রের সদস্য আহত! আটক১ মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেপ্তার ৩ মতলব উত্তরে কিশোর মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত  মতলব উত্তরে মাদক ও অনৈতিক কাজের প্রতিবাদ করায় ২ যুবকে কুপিয়ে জখম, থানায় মামলা শাহরাস্তি থানা পুলিশের জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল নেতা শরিফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠানে যোগদান

গরমে ঘর ঠাণ্ডা রাখার ৮টি দারুণ কার্যকরী উপায়

অনলাইন ডেস্ক:

এই গরমে বাইরের সূর্যের প্রখর তাপ এবং গরম কোনোভাবে মানিয়ে নিলেও ঘরে এসে সবাই চায় একটু শান্তি পেতে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় সেই ঘরে এসেও শান্তি নেই গরমে। এমন ভ্যাপসা গরমে ফ্যান চালালেও কোন কাজ হয় না। তবে এই গরম থেকে বাঁচতে এসি-ই কিন্তু একমাত্র ভরসা নয়। এসি ছাড়াও প্রাকৃতিকভাবেই গরমে ঘর ঠাণ্ডা রাখা সম্ভব। আর সে সম্পর্কে আপনাদের জানাতেই আজকের এই লেখা। জেনে নিন ৮টি টিপস যাতে গরমে ঘর ঠাণ্ডা রাখা যায়।

গরমে ঘর ঠাণ্ডা রাখতে টিপস

১)  ঘর ঠাণ্ডা রাখার জন্যে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যতটা সম্ভব দুপুরের সূর্যের প্রখর তাপ ঘরে আসতে না দেয়া। সেক্ষেত্রে দক্ষিণ ও পশ্চিম পাশের জানালা বা যেগুলোতে সরাসরি সূর্যের আলো পড়ে সেসব জানালার পর্দা টেনে রাখুন এবং জানালাও বন্ধ রাখুন। আর রাতের বেলা অবশ্যই জানালা খুলে দিন যাতে বাইরের ঠাণ্ডা বাতাস ঘরে প্রবেশ করতে পারে।
২) ফ্যানের বাতাস দ্বিগুণ পেতে এবং ভ্যাপসা গরম থেকে বাঁচতে রাতের বেলা আপনার টেবিল বা পোর্টেবল ফ্যানটি জানালার কাছে নিয়ে চালিয়ে দিন। এটি বাইরের ঠাণ্ডা হাওয়া ভিতরে নিয়ে আসবে এবং ঘরের অসহনীয় গরম দূর হবে।

৩) ইনস্ট্যান্ট এসির সুবিধা পেতে টেবিল ফ্যানের সামনে গামলা ভর্তি বরফ রেখে ফ্যান চালিয়ে দিন অথবা একটি পানির বোতল বরফ করে ফ্যানের সামনে রাখুন। এর ফলে যখনই ফ্যান চালাবেন বাতাসের সাথে বরফের ঠাণ্ডা হাওয়া যোগ হয়ে এসির মতোই কাজ করবে।

৪) বাসা অতিরিক্ত গরম থাকার আরও একটি কারণ হচ্ছে বিনা প্রয়োজনে ইলেক্ট্রনিক জিনিস অন করে রাখা। অনেককেই দেখা যায় কারণ ছাড়াই টেলিভিশন, বাতি, কম্পিউটার ইত্যাদি অন করে রাখেন। এর ফলে ঘরের তাপমাত্রা আরও বেড়ে গিয়ে অতিরিক্ত গরম আবহাওয়া তৈরি করে। তাই বিনা প্রয়োজনে এসব জিনিস বন্ধ করে রাখবেন। এর ফলে অত্যধিক গরম থেকে বাঁচার সাথে সাথে ইলেক্ট্রিসিটি বিলও কমে আসবে। আর যদি দিনের বেশিরভাগ সময়ই বাসায় থাকতে হয় তবে এসব ইলেকট্রিক জিনিস যতটা সম্ভব এমন সময়ে চালাবেন যখন তুলনামূলক কম গরম থাকে।

আরো পড়ুন  শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল  - Rknews71

৫) আরও একটি জিনিস খেয়াল রাখবেন সেটি হচ্ছে রান্নাবান্নার কাজ ছাড়া গ্যাসের চুলা বন্ধ রাখবেন। আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে সারাদিন প্রয়োজনে অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা। এর ফলেও ঘরের তাপমাত্রা বৃদ্ধি পায়।

৬) জানালার কাঁচের মধ্য দিয়ে সূর্যের তাপ শোষিত হয়ে ঘরের তাপমাত্রা বাড়িয়ে তোলে অনেকখানি। এসব ক্ষেত্রে যেসব জানালা সরাসরি সূর্যের আলোতে পড়ে সেসব জানালায় হিট প্রটেক্টিং উইন্ডো ফিল্ম লাগান। এতে করে জানালার ভিতর দিয়ে সূর্যের তাপ শোষণ ৬০% পর্যন্ত কমে যায় এবং ঘরও ঠাণ্ডা থাকে। এছাড়াও যেটি করতে পারেন সেটি হচ্ছে জানালার বাইরের দিকে সাদা রঙ করা, এর ফলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে যাবে এবং কম তাপ শোষণ করবে।

৭) যদি সম্ভব হয় তবে বাড়ির পূর্ব ও পশ্চিম পাশে বেশি করে গাছ লাগান। এটি হচ্ছে দীর্ঘমেয়াদি ইনভেস্টমেন্ট। বাসার আশেপাশে গাছ থাকলে সরাসরি সূর্যের আলো পড়ে না যার ফলে ঘরের পরিবেশ ঠাণ্ডা থাকে।

৮) স্যাঁতসেঁতে আবহাওয়া ঘর আরও বেশি গরম করে তোলে। এই সমস্যা থেকে রক্ষা পেতে গোসল বা কাপড় চোপড় ধোয়ার কাজটি হয় একদম সকালে না হয় বিকেলের দিকে করবেন। কারণ দুপুর বা দিনের গরম সময়ের দিকে এই কাজগুলো করলে ঘরের পরিবেশ আরও আর্দ্র বা স্যাঁতসেঁতে করে ফেলে যার ফলে ঘর আরও গরম হয়ে উঠে।

এই প্রচণ্ড গরমে উপরের টিপসগুলো ফলো করে আপনার ঘরকে রাখতে পারেন শিতল এবং ঠাণ্ডা। নিজের যত্ন নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতলব উত্তরে সওদাগর বাড়ীর উদ্যোগে পবিত্র ওরশ শরীফ পালিত
আজ পবিত্র শবে মেরাজ
ফরিদগঞ্জে যাত্রী সেজে ছিনতাইয়ের সময় চুরিকাঘাতে ছিনতাইকারী চক্রের সদস্য আহত! আটক১
মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেপ্তার ৩
মতলব উত্তরে কিশোর মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি
মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত 

আরও খবর

error: Content is protected !!