মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
শাহরাস্তিতে অটোরিকশা উল্টে তানিশা আক্তার নামে পাঁচ বছর বয়সি এক শিশু মারা গেছে এবং শিশুটির মাসহ আরো দুইজন আহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার সাহেব বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু দেবিপুর গ্রামের তারেক হোসেনের মেয়ে।
জানা গেছে, এদিন সকালে শিশু তানিশা তার মা রিয়ার বেগমের সাথে নানার বাড়ি একই উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে যায়। এরপর বিকালে নানার বাড়ি থেকে ফেরার পথে অটোরিকশাটি সাহেব বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে শিশু তানিশা, তার মা রিয়া বেগম ও অপর এক নারী যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এদিকে দূর্ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যায়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, নিহত শিশুর মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।