শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতিকালে পিকআপ ও অস্ত্রসহ ৩ ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার ওয়ারুক রেলক্রসিং এলাকা থেকে অভিযুক্ত ডাকাতদের আটক করা হয়। শনিবার আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে আটকৃত ডাকাতদের চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল গভীর রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। ওইসময় ডাকাতির জন্য সংঘবদ্ধ হওয়া ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টেরপেয়ে তাদের ব্যবহৃত গাড়ি থেকে দ্রুত ৪-৫ জন ডাকাত সদস্য লাফিয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশের সাঁড়াশি অভিযানে এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স ডাকাত দলের ৩ জন সদস্যসহ পিকআপ গাড়ি, ২ টি চাকু, ১ টি তালা ভাঙার কাটার, টচ লাইট, হেক্স ব্লেড, কয়েকটি শর্ট প্যান্ট ও মুখোশ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, চাঁদপুর সদর থানার রহমতপুর কলোনী, আবু খানের ভাড়াটিয়া, বর্তমান- দোকানঘর, ওস্তা বাড়ের মৃত বাচ্চুর ছেলে মোঃ নাজমুল ২১, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলা মুসলিম নগর গ্রামের মোল্লা গার্মেন্টস সংলগ্ন জহিরের বাড়ীর ভাড়াটিয়া বাড়ি, বর্তমান চাঁদপুর সদর থানার পশ্চিম শ্রীরামদী গ্রামেরমৃত ফজলুল করিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন ফারুক ৪৩, চাঁদপুর সদর উপজেলার দুল্লুপ মাঝি গ্রামের গ্রামের জি টি রোড চেয়ারম্যানঘাট, হোল্ডিং নং-০৬৫৭, ১৫ নং ওয়ার্ড মৃত দুলাল মাঝির ছেলে আব্দুর রহমান মাঝি ৪৭।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, পুলিশের প্রাথমিক তদন্তে প্রতিয়মান তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে দেশের নারায়ণগঞ্জ ও চাঁদপুর সদর থানায় বিভিন্ন অপরাধে কয়েকটি করে নিয়মিত মামলা রয়েছে। ঈদকে সামনে রেখে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন স্থানে বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করছিল। বর্তমানে শাহরাস্তি থানায় আটককৃতদের ব্যাপারে একটি নিয়মিত মামলা হয়েছে।