মনিরুল ইসলাম মনির:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মনোনয়ন বাছাইয়ে এক মেয়র, ও
এগারো কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। সোমবার মনোনয়ন বাছাইয়ের পর
বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল
হোসেন এ ঘোষণা দেন। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়।
সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে সবুজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডে খোকন মিয়া, ৪ নম্বর
ওয়ার্ডে নাজমুল হাসান ও শাহজালাল মুফতি , ৫ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান ও আব্দুল লতিফ, ৬
নম্বর ওয়ার্ডে বিল্লাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল মতিন ও জসিম উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডে
জামান সরকার ও শাহজাহান মোল্লার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মেয়র পদে ১০ জনের মধ্যে ৯ জনের প্রার্থীতা বৈধ ও ১ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। বৈধ
প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিকের আরিফ উল্লাহ সরকার,
স্বতন্ত্র প্রার্থী আমেনা বেগম, নূরুল হক সরকার, মাহবুবুর রহমান সেলিম, মিজানুর রহমান,
আবদুল ওয়াদুদ মাষ্টার, নাছির উদ্দিন মিয়া, আলা উদ্দিন প্রধান ও জাতীয় পার্টির সেলিম
হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১০০জন সমর্থকের সাক্ষর জটিলতায় বাতিল হয় স্বতন্ত্র
প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে (১,২,৩) ১নং ওয়ার্ডে ৪ জন (৪ ,৫, ৬) ২নং ওয়ার্ডে ৬ জন এবং (৭,
৮, ৯) ৩নং ওয়ার্ডে ৩ জন জমা দিয়েছে তাদের প্রত্যেকের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
কাউন্সিলর পদে- ১নং ওয়ার্ডে ৮ জনের মধ্যে ৭ জন, ২নং ওয়ার্ডে ৫ জনের মধ্যে ৪ জন, ৩ নং
ওয়ার্ডে ৭ জনের মধ্যে ৭জন, ৪নং ওয়ার্ডে ৭ জনের মধ্যে ৫ জন, ৫ নং ওয়ার্ডে ৫ জনের মধ্যে ৩
জন, ৬নং ওয়ার্ডে ৪ জনের মধ্যে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৯ জনের মধ্যে ৭ জন, ৮ নং ওয়ার্ডে ৭
জনের মধ্যে ৫ জন ও ৯ নং ওয়ার্ডে ৩ জনের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন,
যাঁদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে তাঁরা ২০ থেকে ২২ জুনের মধ্যে আপিল করতে
পারবেন এবং ২৪ জুনের মধ্যে আপিলের নিষ্পত্তি করা হবে।
স্বতন্ত্র মেয়র প্রার্থী আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে বাতিল করা হলেও যেহেতু আপিলের
সুযোগ আছে, এ জন্য আমি নিয়ম মেনে অবশ্যই আপিল করব।