হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাবিব খান (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে বুধবার দিবাগত রাতে পৌরসভাধীন বলাখাল যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. হাবিব খান পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের সর্দার বাড়ির মৃত মো. ইউনুস খাঁনের ছেলে। এ দিন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম মামুনসহ সঙ্গীয় ফোর্স। এ সময় রাত আড়াইটার দিকে বলাখাল বাজারস্থ যাত্রী ছাউনির সামনে থেকে মো. হাবিব খাঁনকে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে আটক করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।