শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের নব-কমিটির বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই শনিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল বাশার পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য বলেন
সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘ ৯ বছর কমিটি থাকায় গণতান্ত্রিক প্রক্রিয়া কেন্দ্রিয় আওয়ামী লীগের নির্দেশনা জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল ভোটারদের প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামী লীগ একটি সর্ববৃহৎ সু-সংগঠিত দল।দলের সুনাম নষ্ট করার লক্ষ্যে নব-নির্বাচিত কমিটির বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করে আসছে। প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন একটি কচুক্রি মহল প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ায় প্রতিহিংসা মূলক কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা এ মিথ্যে মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতিসত্বে মামলা প্রত্যাহার না করলে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন হেলাল, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান তপাদার,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ফরাজী, নাজির হোসেন মাস্টার, ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।