মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে বজ্রপাতে একটি তালগাছে আগুন ধরে যায়। শনিবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে তালগাছটির মাথা পুড়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন, ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাজান। এদিকে আগুন লাগার পর থেকে ওই স্থানে কয়েক শতাধিক উৎসুক জনতার ভীড় জমে। তালগাছে বজ্রপাত আঘাত হানার কারণে এবং অল্পের জন্য ওই স্থানের জান ও মাল রক্ষা পাওয়ায় স্থানীয় ও এলাকাবাসী সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
এ সময় স্থানীয়রা বলেন, প্রকৃতির বৈরিতার শিকার থেকে জান ও মাল রক্ষা এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় তালগাছের বিকল্প নেই। তাই নিজেদের স্বার্থে অন্তত একটি করে তালগাছ রোপন করা উচিত।