মনিরুল ইসলাম মনির:
৩নং ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ড গড়তে আগামী ছেংগারচর পৌরসভা নির্বাচনে
সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহব্বায়ন জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী মনির
হোসেন ভূঁইয়া।তিনি বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে কলাকান্দা গ্রামের কাজী বাড়িতে
উঠান বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন।
সমৃদ্ধ, পরিচ্ছন্ন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত কলাকান্দা ওয়ার্ড গড়াসহ বিভিন্ন
প্রতিশ্রæতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন কাউন্সিলর প্রার্থী মনির হোসেন
ভূঁইয়া।
ইশতেহারে শিক্ষা, বেকারত্ব অবসান, সামাজিক নিরাপত্তা, ওয়ার্ডের সৌন্দর্য্য বর্ধন,
স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়েছেন তিনি।
মনির হোসেন ভূঁইয়া বলেন, কলাকান্দা ওয়ার্ডকে একটি আধুনিক, নয়নাভিরাম ও সত্যিকারের
মানসম্মত ওয়ার্ডে পরিণত করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এ স্বপ্ন থেকে আমি কলাকান্দা
ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। শিক্ষার মানোন্নয়নের জন্য এলাকার
গণ্যমান্য ব্যক্তিদেরকে সম্পৃক্ত করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে ঢেলে
সাজানো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের
জন্য শিক্ষালাভে সহায়তা করা হবে।
তিনি বলেন, ড্রেনেজ মাস্টার প্ল্যানের আধুনিকায়নের মাধ্যমে বাস্তবমুখী কর্মসূচী পালন করা
হবে। ডাস্টবিন ব্যবস্থার আধুনিকায়ন ও এর সঠিক ব্যবহারে জনগণের সম্পৃক্ততা, নালাগুলোতে
জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া স্বাস্থ্যসেবা, বেকারত্ব নিরসন,
সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা জনগণের দোরগড়ায় পৌঁছে
দেওয়া হবে।
কলাকান্দা ওয়ার্ডকে গরীব ও দুস্থদের জীবনমান উন্নয়নে কর্মসংস্থানের ব্যবস্থা, নিজ উদ্যেগে
প্রতিমাসে গরীব দুস্থদের রেশনিং কার্ডের আওতায় আনা, এলাকাভিত্তিক গভীর নলক‚প স্থাপনসহ
ইশতেহারে বিভিন্ন প্রতিশ্রতি তুলে ধরেন মনির হোসেন ভূঁইয়া।
একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন কলাকান্দা ওয়ার্ড গড়তে আগামী ১৭ জুলাই ছেংগারচর
পৌরসভা নির্বাচনে পডানির বোতল প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জন্য তিনি।
প্রবীন মুরুব্বী আব্দুল খালেক প্রধানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা কাজী কামরুল
ইসলামের সঞ্চালনায় উঠান বৈঠকে এলাকার গন্যমান্য ব্যক্তি, নারী-পুরুষ ভোটাররা বক্তব্য রাখেন।
দিনব্যাপী কাউন্সিলর প্রার্থী মনির হোসেন ভূঁইয়া গণসংযোগ ও ভোটারদের কাছে কাছে
ভোট প্রার্থনা করেন।