চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউপির আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন জায়গায় পানি বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে ফলজ ও বনজ বিনষ্ট করার সংবাদ পাওয়া গেছে।
সরজমিনে এগিয়ে জানা গেছে বালিথুবা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ৯০ শতক জমির উপর এলাকার বিশিষ্ট চিকিৎসক হারুনুর রশিদ গত ২০০০ সালে আরো কয়েকজন অংশীদার সহ ফলজ ও বনজএর বাগান করে নিজেরা স্বাবলম্বী হন ।পাশাপাশি এলাকার কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ফলজ ও বনজ সম্পদের মধ্যে রয়েছে লেবু ,জাম্বুরা, পেঁপে ,কাঁঠাল সুপারি ও নারকেল গাছসহ বিভিন্ন ফলাদি।
এ ব্যাপারে ভুক্তভোগী চিকিৎসক হারুন রশিদ জানান, ১৯৬৮ সাল থেকে স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে এ জমিনে বর্ষা মৌসুমী পানি চলাচলে কোন বাধা-বিপত্তি হয়নি কিন্তু গত কয়েক বছর পূর্বে অন্যত্র থেকে রাজামিয়া নামে এক ব্যক্তি জমিনের উত্তর পাশে ঘরবাড়ি করে বর্ষার পানি চলাচলের জায়গা বন্ধ করে দিয়েছে। যার কারনে এ বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাজার হাজার টাকার ফসলাদি নষ্ট হচ্ছে।
আমি জলাবদ্ধতা নিরশনের জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সকলের দৃষ্টি কামনা করছি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত রাজামিয়ার সাথে একাধিক বার মোটো ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।