হাজীগঞ্জের বাকিলা বাজারে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের পরিচালক অসীম কুমার দাস। রোববার (১৬ জুলাই) দুপুরে উদ্বোধনী আলোচনা সভার পর তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যাংক কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে এই এজেন্ট ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাকিলা বাজারস্থ ফকির বাজার-চেঙ্গাতলী সড়কের উত্তরা সুপার মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন, বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মো. মজিবুর রহমান প্রমুখ।
এজেন্ট ব্যাংক আউটলেটের সত্ত্বাধিকারী শরীফ সর্দারের সভাপ্রতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ব্যাক কর্তৃপক্ষের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাক ব্যাংক হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. ফারুক আহমেদ, রিজিওনাল কো-অর্ডিনেটর (হেড অফিস) মো. কামরুল হাসান, চাঁদপুর অঞ্চলের টিম লিডার মো. আলাউদ্দিন খন্দকার। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রধান মো. নাজমুল হাসান।
ইউপি সদস্য আবুল বাসারের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন লিটন, বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মো. মজিবুর রহমান, সহকারী প্রধান শিক অমর কৃষ্ণ শীলসহ বাকিলা বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, এজেন্ট ব্যাংকের রিলেশনশীপ অফিসার মো. শরীফ হোসেন, ফিল্ড অফিসার মো. আবদুর রহমান প্রমুখ।