মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ এর হাজীগঞ্জ শাখার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ মধ্য মকিমাবাদ বায়তুল ইজ্জত জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরে আলোচনা এবং দোয়া ও মোনাজাত করা হয়।
মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ এবং ইফতার মাহফিল পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, প্রধান অতিথি ছারছিনা আলীয়া নেছারিয়া কামিল মাদরাসার মোহাদ্দিস মাওলানা মো. রুহুল আমিন আফসারী।
বিশেষ অতিথি হিসাবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আরো বক্তব্য রাখেন, জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ছাইফুদ্দিন খন্দকার। সভাপতিত্ব করেন, উপজেলা সভাপতি মাওলানা মাহবুবুল হাছান।
উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. মকবুল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জমইয়াতে হিযবুল্লাহর অর্থ সম্পাদক মো. সফিউল আলম, জমইয়াতে হিযবুল্লাহ নেতা মাওলানা মো. মমিনুল হক প্রমুখ।
এ সময় তালিম ও তরীকতের উপজেলা সম্পাদক মৌলভী মো. মাহমুদুল হক মাহমুদ পাটওয়ারী, জমইয়াতে হিযবুল্লাহর উপজেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন মজুমদার ও মাওলানা মাইনুদ্দিন মিয়াজীসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।