চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ০৯ নং গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাঁকৈরতলা জনতা কলেজে এইচএসসি-২০২৩ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা,মিলাদ ও দোয়া সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার(১০ আগস্ট) সকালে অত্র কলেজ হলরুমে সু-শৃঙ্খল পরিবেশে আলোচনা,মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ মোশারফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অধ্যক্ষ মোঃ মনিরুল হক পাটওয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান,জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ মোর্তেজা কামাল,মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, ,বিদায় অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সি.প্রভাষক মোঃ নুরে আলম ভূঁইয়া,সহকারী অধ্যাপক মোঃ কবির হোসেন,যুগান্তর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন,ভিপিএড শিক্ষক মোজাম্মেল হক কাজল।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।কুরআন তেলাওয়াত করেন পরীক্ষার্থী রোমান হোসেনএবং গীতা পাঠ করেন প্রিয়া রাণী।
নাথ পরিবেশন করেন,শিক্ষার্থী মেহেদী হাসান।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,নাজমুন নাহার তন্মী,কামরুন নাহার কেয়া,খালেদা আক্তার,শান্তা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , সিনিয়র প্রভাষক মোঃ মনির হোসেন গাজী, সিনিয়র প্রভাষক মোঃ জসিম উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ
শিক্ষক-শিক্ষিকাবৃনন্দ,শিক্ষার্ থীবৃন্দ।