নানা কর্মসূচি আর বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালব্যাচ ধারণ ও মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
এরপর পৌর মেয়রের নেতৃত্বে শোক র্যালি বের করা হয়। র্যালিটি হাজীগঞ্জ পৌরসভা থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
আওয়ামী লীগ নেতা কাজী মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. মফিজুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
কাউন্সিলরদের পক্ষে মোহাসীন ফারুক বাদল, পৌর এসেসর মো. আবু ইউছুফ, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহরিয়ার তুহিন প্রমুখ।
পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর রায়হানুর রহমান জনির উপস্থাপনায় বক্তব্য শেষে জাতির পিতাসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকল শহিদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন, হাফেজ মাও. ফয়সাল আহমেদ।
এ সময় পৌর প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, আজাদ মজুমদার ও রোকেয়া বেগম, মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মো. নুরুন্নবী সুমন তপাদার, কাউন্সিলর কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন কাজী, মো. বিল্লাল হোসেন, সাদেকুজ্জামান মুন্সী ও মো. শাহআলম, সংরক্ষিত নারী কাউন্সিলর নাজমুন নাহার ঝুমুসহ সকল কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।