জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ খ্রিস্টাব্দ ভাবগাম্ভীর্যের সাথে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে পালন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। ছাত্র- শিক্ষক মিলনায়তনে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন বাংলা বিভাগের প্রভাষক
মো: মাসুদুর রহমান। অনুষ্ঠানের সভাপতি হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদ বলেন,জাতির জনকের হত্যাকান্ডের অপরাধে জাতি এখনও অভিশাপ মুক্ত হয়নি। পলাতক খুনিদের ধরে এনে ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে জাতি কিছুটা অভিশাপ মুক্ত হতে পারে। তাই পলাতক খুনিদের ধরে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়। বর্তমান প্রজন্মকে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্ণিং বডি
অভিভাবক সদস্য মো: শামছুজ্জামান মুন্সী,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক
মো: আনিছুর রহমান,ইতিহাস বিভাগের প্রভাষক
সুমন মিয়া, অর্থনীতি বিভাগের প্রভাষক
শাহ এমরান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব.) মো: ফরহাদ হোসেন,অধ্যাপক জনাব স্বপন কুমার পাল। শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জাতির জনকের লিখিত বই: অসমাপ্ত আত্মজীবনী; কারাগারের রোজনামচা; আমার দেখা নয়াচীন পুরস্কার হিসেবে প্রদান করা হয়। ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সবার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আবু নোমান মো: মফিজুর রহমান।