মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সোমবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন অধ্যক্ষ মো. আবু ছাইদ।
এরপর কলেজ হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। আলোচনা সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. আবু ছাইদ।
এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, কলেজ বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, কলেজ সাধারণ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, স্কুল ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম, প্রদর্শক আব্দুল মালেক মিয়াজী, অফিস সহকারী আমির হোসেন প্রমুখ।
প্রভাষক মো. কামরুল হাসানের উপস্থাপনায় আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মাহিয়ান জিসান, অমিত কুমার দাশ, আল-আমিন রুম্মান। কবিতা আবৃত্তি করেন, প্রভাষক রীতা নাগ, শিক্ষার্থী জান্নাতুল নাইম ইকরা, আদিত্য প্রমুখ। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সকল শিক্ষক, কর্মচারী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।