হাজীগঞ্জ পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডে অবস্থিত ৫৬ নং হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ শাহীদুজ্জামান ঝুটন ও সহ সভাপতি মোঃ শুক্কুর মোল্লা।
কাজী মোহাম্মদ শাহীদুজ্জামান ঝুটন হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য।
১৪ আগস্ট এক সভায় বিদ্যুৎসাহী সদস্য কাজী মোহাম্মদ শাহীদুজ্জামানের নাম সভাপতি হিসাবে প্রস্থাব করেন অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম। প্রস্থাবটি সমর্থন করেন উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি সদস্য মোঃ মিজুনুর রহমান তুহিন। সভায় সভাপতি পদে অন্যকোনো নাম না আসায় সর্বসম্মতিক্রমে কাজী মোহাম্মদ শাহীদুজ্জামান কে সভাপতি ঘোষণা করা হয়। তিনি আগামী তিন বছর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন।
সভাটি প্রধান শিক্ষক আয়েশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাজী মোহাম্মদ শাহীদুজ্জামান ঝুটন জানান, সভায় সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতি করা হয়েছে এবং ঐ সভার রেজুলেশন লেখা হয়েছে। কমিটিকে চূড়ান্ত অনুমোদন দিবেন উপজেলা শিক্ষা কমিটি।