হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ অঙ্গ-সহযোগি সংগঠন।
উপজেলা বিএনপি নেতা ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক আমোদ ও প্রমোদ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন খোকনের নেতৃত্বে শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, র্যালী ও সমাবেশে প্রায় সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে যোগদান করেন ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।
এদিন বিকালে র্যালীটি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সম্মূখ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
এর আগে এদিন দুপুরে কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ তাদের কর্মী ও সমর্থকরা ব্যানার ও ফেষ্টুন নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন।
এ সময় উপজেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম মজুমদার, সাধারণ সম্পাদক শাহাদাত মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন মিলিটারি, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সেলিম আমান খান উপস্থিত ছিলেন।
এছাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মানিক মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফখরুল আমিন মজুমদার, ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ হোসেন, ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মামুন হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পদাক মহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেনসহ কয়েক শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।