Header Border

ঢাকা, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
‘রুস্তমপুর সমাজ কল্যাণ ক্লাব’র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন : সম্পত্তির ভাগ পেতে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা হাজীগঞ্জে ভবন ও প্রশিক্ষনের উদ্বোধন, সেলাই মেশিণ ও কম্বল বিতরণসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলাপ্রশাসক ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মতলব উত্তরে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা  ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মান্নান লস্করের মনোনয়ন ফরম সংগ্রহ কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা কচুয়ায় চুরির ঘটনায় চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার ফরিদগঞ্জে খাবারে বিষ! অল্পের জন্য প্রাণে বাঁচল অন্তঃসত্ত্বা সহ ৩জন

সেলাই মেশিন, খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণসহ নানান সেবাধর্মী কাজে ‘হাজীগঞ্জ নারী উদ্যোক্তা গ্রুপ’

হাজীগঞ্জ ব্যুরো :
নৈতিকতা ও মূল্যবোধকে প্রাধান্য দিয়ে মানবিক ও সেবাধর্মী কাজে এগিয়ে এসেছে ‘হাজীগঞ্জ নারী উদ্যোক্তা গ্রুপ’ নামক একটি ই-কমার্স প্লাটফর্ম। সারাদেশের প্রায় ৪’শ নারী উদ্যোক্তা ও বিনা পূঁজিত ব্যবসা করেন এমন সাড়ে তিন হাজার নারীসহ প্রায় ৪ হাজার নারীর মধ্য অনেকেই নিঃস্বার্থভাবে মানবিক ও সেবাধর্মী কাজ করে যাচ্ছেন।
যাদের পেছনে রয়েছেন, চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন এলাকার বাসিন্দা জাকির হোসেন আনন্দ ও ঝুমানা নূর বিথী নামক এক সফল দস্পতি। যে দম্পতি হাজীগঞ্জ নারী উদ্যোক্ত গ্রুপ’ ই-কমার্স প্লাটফর্মের নামে সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানে সহযোগিতাসহ সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে।
জানা গেছে, ‘হাজীগঞ্জ নারী উদ্যোক্তা গ্রুপ’ নামক ই-কমার্স এর এই প্লাটফর্মের মাধ্যমে নারী উদ্যোক্তারা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা নিজেদের অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ইফতার, খাদ্যসামগ্রী ও ঈদকে সামনে রেখে বস্ত্র (পোশাক) বিতরণ, বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় পবিত্র কোরআন মাজিদ বিতরন করে আসছেন।
এর মধ্যে হাজীগঞ্জে এই সেবাধর্মী কাজ করে যাচ্ছেন ‘হাজীগঞ্জ নারী উদ্যোক্ত গ্রুপ’ এর এডমিন জাকির হোসেন আনন্দ ও তার স্ত্রী ঝুমানা নূর বিথী। সম্প্রতি এই দম্পতি অসহায় এক পরিবারকে বিনামূল্যে একটি সেলাই মেশিন প্রদান এবং রমজানের শুরুতেই অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে ইফতার ও পবিত্র কোরআন মাজিদ বিতরণ করেন।
এ বিষয়ে কথা এডমিন জাকির হোসেন আনন্দের সাথে। তিনি জানান ‘হাজীগঞ্জ নারী উদ্যোক্তা গ্রুপ’ মানবিক ও সেবাধর্মীমূলক এমন মহতি উদ্যোগে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে অসহায়দের মাঝে বস্ত্র (পোশাক) বিতরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আমি মনে করি, যে মানুষের মানবিকতা আছে, তার সেবার দেওয়ার মন ও মানসিকতা থাকবেই। তাই আমাদের সকলকে মন ও মানসিকতার পরিবর্তন করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ এর সুফল সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে দেশে সাফল্যের সঙ্গে বেরিয়ে এসেছে হাজার হাজার নারী উদ্যোক্তা। তারা অনলাইন প্লাটফর্মে বস্ত্র, গয়না, সাংসারিক পণ্য, বিভিন্ন ধরনের খাদ্য ও প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে শিক্ষণীয় বিষয় যুক্ত করে আজ তারা প্রতিষ্ঠিত।
এমনি এক অনলাইন প্লাটফর্ম  ‘হাজীগঞ্জ নারী উদ্যোক্ত গ্রুপ’। যে গ্রুপ সারাদেশের প্রায় ৪ শতাধিক নারী উদ্যোক্তা এ গ্রুপে তাদের পন্য বিক্রি করছেন। এর পাশাপাশি বিনা পুঁজিতে সেলার হিসাবে আরো সাড়ে তিন হাজার নারী রয়েছেন এ গ্রুপে। সব মিলিয়ে দেশের প্রায় ৪ হাজার নারী এই গ্রুপে আত্মকর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

এছাড়াও এই গ্রুপে শুধুমাত্র পন্য বিক্রি নয়, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, উত্তরোত্তর উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা ও সেলার (বিক্রয়কর্মী) সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর পাশাপাশি মানবিক ও সেবাধর্মী কাজের ল্েয সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দাঁড়িয়েছেন তারা।

আরো পড়ুন  মতলব উত্তরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রনোদনার নগদ টাকা বিতরন

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘রুস্তমপুর সমাজ কল্যাণ ক্লাব’র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন : সম্পত্তির ভাগ পেতে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা
হাজীগঞ্জে ভবন ও প্রশিক্ষনের উদ্বোধন, সেলাই মেশিণ ও কম্বল বিতরণসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলাপ্রশাসক
ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মতলব উত্তরে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা 
ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

আরও খবর

error: Content is protected !!