কুমিল্লার মুরাদনগরে ঝড়ে গাছ উপড়ে পড়ে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই যাত্রী। নিহতের নাম শিশু মিয়া (৬০)। তিনি উপজেলার খোশঘর গ্রামের বাসিন্দা।
বুধবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের সলপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাংগরা বাজার থানা পুলিশ জানায়, ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙ্গে সিএনজি চালিত অটোরিকশার উপর পড়ে। এ সময় সিএনজির ভেতরে থাকা শিশু মিয়া নামের এক বৃদ্ধ মারা যান। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দু’জন আহত হয়েছে।
আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।