দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী
লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ
মো. গোলাম হোসেন কচুয়ায় ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল শুক্রবার
বিকালে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের
আয়োজনে তুলপাই, মালচোঁয়া ও সেঙ্গুয়া পৃথক পৃথক গণসংযোগ করেন।
গনসংযোগ কালে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ
স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। ২০৪১ সালে স্মার্ট
বাংলাদেশ গঠনের লক্ষ্যে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কর্ণফূলী টানেলের
কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ
আওয়ামী লীগের সাথে থাকুন এবং আমার প্রতি আস্থা রাখুন। আমি জননেত্রী
শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই।
এসময় তাঁর সাথে ছিলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, সাবেক সাংগঠনিক
সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার ও বাতেন সরকার, উপজেলা যুবলীগের সাধারণ
সম্পাদক মো. শাহজালাল প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.
সেলিম, আমিন উদ্দিন, লিটন মুন্সি জাহাঙ্গীর আলম, জহিরুল আলম টগর, মো.
আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,
সহসভাপতি মফিজুর রহমান, শাহজাহান প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, পৌর
আওয়ামী লীগের সহসভাপতি মনির প্রধান, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি,
ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. আজাদ, জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা
আক্তার হোসেন , খোকন, আলাউদ্দিন, শরিফ পাটোয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের
সহসভাপতি জাহিদুল হাসান রাশেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ
সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান
সুমনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সখ্যক নেতাকর্মী
সমর্থক অংশ গ্রহণ করেন।