৮ সেপ্টেম্বর, বিকাল ৪ঘটিকার সময় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর দক্ষিণপাড়া গ্রামের খেলার মাঠে অনুষ্ঠিত হলো পশ্চিম লালপুর ডিকবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা, উক্ত খেলাটি ষাটনল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন সিকদার এর সভাপতিত্বে, নজরুল ইসলাম বাবুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদাউস আলম সরকার। উক্ত খেলায় প্রধান অতিথি বলেন খেলাধুলা মাদক থেকে দূরে রাখে আমি চাই যুব সমাজ এই ইউনিয়নের প্রতিটি গ্রামে এরকম ভাবে খেলার আয়োজন করে ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ খালিব, ষাটনল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন, মতলব উত্তর প্রেসক্লাব এর সহ-সভাপতি জহিরুল হাসান মিন্টু আরো উপস্থিত ছিলেন বাবুল বেপারী, মালেকুজ্জামান, হারিছ মিয়া রফিকুল ইসলাম আখন্দ, আবুল হোসেন, আয়োজক কমিটির- মজিবুর রহমান, লিটন মিয়া, মহসিন, কাবিল, রিয়াজ, খেলাটি ৮টি দল অংশ গ্রহন করে ফাইনালে উঠে ষাটনল একাদশ বনাম পশ্চিম লালপুর একাদশ, ফাইনাল খেলাটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময় গুলশোনার ড্র হলে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে পশ্চিম লালপুর একাদশ-১ এবং ষাটনল একাদশ-২ গোল করে জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট পশ্চিম লালপুর একাদশের তানভীর সরকার এবং ম্যান অব দ্যা ম্যাচ ষাটনল একাদশ এর শাওন নির্বাচিত হয়।
রেফারি হিসাবে ম্যাচটি পরিচালনা করেন শাহরিয়ার হাসান সবুজ, এবং সহ রেফরি সাকিব ও সজিব।