ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে ফসলি জমির মাঝখানে ড্রেজার দিয়ে পুকুর খনন করে দিনের পর দিন উত্তোলন করা হচ্ছে বালু। ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার কারনে মারাত্বক হুমকির মুখে পড়েছে কৃষিজমি। ড্রেজার মালিক প্রভাবশালী হওয়ায় কোথাও লিখিত অভিযোগ দেওয়ার সাহস পাচ্ছেন না অসহায় কৃষকরা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন কৃষক জানান, শুনছি ড্রেজার চালানো নাকি সরকার নিষিদ্ধ করছে, তাহলে আমাদের আবাদকৃত কৃষি জমিকে হুমকিতে ফেলে বালি উত্তোলন করছে। ড্রেজার মালিকদের মানা করলেও তারা মানছেনা। স্থানীয় তহশিলদার যারা আছে তারাও এগুলো দেখেও না দেখার বান করছে। কৃষি জমি রক্ষার্থে ড্রেজার বন্ধ করা জরুরুী।
এদিকে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মালিক ও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল বলেন,ড্রেজারটির বিষয়ে আমাকে কেউ জানায় নি। ড্রেজার চালানো বেআইনী, বিষয়টি আমি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে কৃষি জমি রক্ষার্থে ব্যবস্থা গ্রহণ করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না। খোঁজখবর নিয়ে বিধি মোতাবেক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।