চাঁদপুরের শাহরাস্তিতে মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য রাখেন চাঁদপুর-৫, শাহরাস্তি-হাজিগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীবৃন্দ। আয়োজক সূত্রে জানাযায় মাননীয় সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিল হতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন রোগে আক্রান্ত অসহায়দেরকে চিকিৎসার জন্য ৪১জনকে ২০লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।