চাঁদপুরের শাহরাস্তি পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মরহুম মকবুল আহম্মের স্বরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদআসর পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে স্মরণ সভার প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য রাখেন চাঁদপুর-৫, শাহরাস্তি-হাজিগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম।
পৌর আমি লীগের সাধারণ সম্পাদ ক মোঃ মাহবুব আলম চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন মুশু পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, পৌর সচিব তোফায়েল আহমেদ শেখ, আওয়ামী লীগের নেতা ডাঃ মফিজুর রহমান মজুমদার, আব্দুল মান্নান বেপারী। মরহুম মকবুল আহমেদের কর্মময় জীবনের স্মৃতি স্মরণ করেন পৌর কাউন্সিলরসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মরণসভা শেষে মহরমের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।