রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্রিজের কম্প্রেসারের বিস্ফোরণে বাবা, মা ও মেয়ে দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাতুয়াইল এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তারা হলেন গৃহকর্তা আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) ও দুই বছরের মেয়ে ফাতেমা। তাদের মধ্যে মা ও মেয়েকে রাখা হয়েছে আইসিইউতে। চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজার দেহের ৯৫ শতাংশ, করিমের ৫৪ শতাংশ এবং ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধদের স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বাসায় ফ্রিজের কম্প্রেসারে বিস্ফোরণ ঘটে। এতে আগুনে তারা দগ্ধ হন।
জানা গেছে, ভোরে সেহরির জন্য ঘুম থেকে উঠে খাবার গরম করছিলেন। এ সময় পাশে ফ্রিজের কম্প্রেসারে বিস্ফোরণ ঘটে।