হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সুনামধন্য অধ্যক্ষ মোঃ মাসুদ আহমেদ।
সভাপতির বক্তব্যে আলোচনা সভায় তিনি বলেন,বর্তমানে বেসরকারি ও সরকারি বৈষম্যে শিক্ষকগণ মর্যাদাহাণীর শিকার হচ্ছেন। এই বৈষম্য দূরীকরণে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ স্মার্ট বাংলাদেশ গড়তে শতভাগ এগিয়ে নিবে।
অন্যান্যের মধ্যে উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্যাহ্, সহকারী অধ্যাপক মুজাম্মেল হোসাইন,সহকারী অধ্যাপক বেলাল হোসেন, প্রভাষক শ্রী কৃষ্ণ দে, শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক নাজমা আক্তার,শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক বিলকিস আরা বেগম,শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার দাস,শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ মাকছুদুর রহমানসহ
অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ,অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।