চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সম্ভাব্য আওয়ামী লীগ প্রার্থী সিআইপি জালাল আহমেদের নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর রোববার সন্ধ্যায় ফরিদগঞ্জ সদরস্থ লাকী সুপার মার্কেটের নিচতলায় নির্বাচনী কার্যালয়ে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সিআইপি জালাল আহমেদ। এসময় জালাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উপজেলার সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন রবিনের সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান আহমেদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কাতার শাখার সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদ।
এসময় বক্তব্যে তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত সকলকে লেখাপড়ায় মনোযোগী হয়ে সঠিক পন্থায় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হবার আহ্বান জানান। তাদের হাত দিয়েই আগামীর রাজনীতি মজবুত হবে বলেও তিনি জানান। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে স্বচ্ছতা ও সক্রিয়তা যেন বজায় থাকে এবং আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে উপজেলার সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ থাকার আহ্বান রাখেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবক পাভেল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শিমুল পাটওয়ারী, কাতারস্থ আওয়ামী লীগ ফোরামের সভাপতি রাসেল খান টিটু, উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম পাটওয়ারী।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী।