ফরিদগঞ্জ প্রেসক্লাবের অভিষেক-উত্তর সম্মাননা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও দানবীর সিআইপি মো. জালাল আহমেদ। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্বারক প্রদান করেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় এবং সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্যে সিআইপি মো. জালাল আহমেদ বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়নাস্বরূপ এবং দেশের চতুর্থ স্তম্ভ। দেশের অর্থনৈতি, সামাজিক, সাংস্কৃতিক অবকাঠামো জানতে ও দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের লেখনীর কোনো বিকল্প নেই। তাই এ প্রেসক্লাবে আমাকে নিমন্ত্রণ করায় আমি নিজেকে ধন্য মনে করছি।
বক্তব্যে তিনি ফরিদগঞ্জের গরীব অসহায় দুঃখী মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আলী আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লোকমান হোসেন তালুকদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, প্রবীর চক্রবর্তী, কাতারস্থ ফরিদগঞ্জ আওয়ামী ফোরামের সভাপতি রাসেল খান টিটু প্রমুখ।
উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা আব্দুল গাফফার সজিব, আকরাম হোসেন রবিন, উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম, রুবেল মিজিসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।