Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
শিরোনাম
হাজীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে মতবিনিময় চাকুরীবিধি লঙ্ঘনে চাঁবিপ্রবি দুই শিক্ষককে বহিষ্কার শাহরাস্তির ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের যতো অভিযোগ মতলব উত্তরে ঘরে ঘরে কদর বেড়েছে লাকড়ি চুলার ফরিদগঞ্জে জোর পূর্বক ভাবে জমি দখলের অভিযোগ – আদালতে মামলা কচুয়ায় সাড়ে ৩ লাখ টাকায় গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় রফাদফার অভিযোগ মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার-বাল্কহেড’সহ গ্রেপ্তার ৩৪ মতলব উত্তরে অগ্রণী ব্যাংকের ভোল্ট থেকে ৭৫ লক্ষ টাকা উধাও থানায় মামলা কচুয়ায় মোশাররফ হোসেনের পথসভা অনুষ্ঠিত  মুক্তিযোদ্ধা বাদশা পাঠান পরিবারের অত্যাচারে বাড়ি ছাড়া ইউপি সদস্য

হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে ট্রাফিকের পাশাপাশি পৌরসভার স্বেচ্ছাসেবকরা

চাঁদপুরের শহরের পর হাজীগঞ্জ বাজারকে বলা হয় জেলার অন্যতম প্রধান বানিজ্যিক কেন্দ্র। এ বাজারটি হাজীগঞ্জ পৌরসভার ব্যস্ততম সড়ক হিসাবে পরিচিত। বাজারের উপর দিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক থাকায় এখানে প্রতিদিন সকাল হলেই রাস্তার দুই পাশে ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল লোড, আনলোড, হকার, সিএনজিচালিত স্কুটার ও অটোরিকশায় পরিপূর্ণ হয়ে যায়।
যার ফলে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে রাস্তা দিয়ে আসা-যাওয়ার রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে শুরু করে দূর পাল্লার পরিবহনের যাত্রী, বাজারে আসা পথচারী ও ক্রেতাসাধারণ নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রমজান মাসের ১৫ দিন পার হলেই বাজারে অসহনীয় যানজটে নাকাল হয়ে পড়েন হাজীগঞ্জবাসী। যা নিরসনে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ।
তাই এই যানজট নিরসনে হাজীগঞ্জ পৌরসভা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। বিশেষ করে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলমের নির্দেশনা ও তদারকিতে গত টানা ৬ বছর যাবৎ ট্রাফিক পুলিশের পাশাপাশি পৌরসভার স্বেচ্ছাসেবকরা  হাজীগঞ্জ বাজারে নিয়মিত দায়িত্ব পালন করে আসছে । এছাড়াও পৌর মেয়র প্রায় সময় তাঁর দাপ্তরিক কাজ শেষে বা দিনের শুরুতেই যানজট নিরসনে ট্রাফিক পুলিশদের উৎসাহ দেওয়ার জন্য রাস্তায় নেমে পড়েন।
চলতি রমজান মাসেও তার ব্যতিক্রম হয়নি। যানজট নিরসনে এ বছর পৌরসভা থেকে ৬ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। সরজমিনে দেখা গেছে, পৌরসভার স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালনের পাশাপাশি পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, রিকশা, ভ্যান চালক, অটোরিকশা ও সিএনজিচালিত স্কুটারসহ যাত্রীবাহী পরিবহন চালকদের সুশৃঙ্খলভাবে গাড়ি চালাতে এবং সাবধানে চলাচল করার পরামর্শ দেন।
এতে কিছুটা সময়ের জন্য হলেও স্বস্তি পান হাজীগঞ্জবাসী, বাজারের ব্যবসায়ী এবং বাজারে আসা পথচারী ও ক্রেতাসাধারনসহ দূর পাল্লার যাত্রীবাহি পরিবহনের চালক ও যাত্রীরা। যানজট নিরসনে মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের এমন উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় ব্যবসায়ীসহ সুশীল সমাজের বিভিন্ন মানুষ। তারা মেয়রকে ধন্যবাদ জানান এবং আগামি দিনে এর ধারাবাহিকতা অব্যাহৃত রাখার অনুরোধ করেন।

উল্লেখ্য, পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে তিনি তাঁর দায়িত্ব পালনকালীন সময় থেকে প্রথম মেয়াদে ৫ বছর এবং বর্তমান মেয়াদে প্রথম বছরসহ অর্থ্যাৎ টানা ৬ বছর প্রতি রমজানে বাজারের যানজট নিরসনে তিনি পৌরসভার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করে থাকেন।

আরো পড়ুন  হাজীগঞ্জে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহের উদ্বোধন

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে মতবিনিময়
চাকুরীবিধি লঙ্ঘনে চাঁবিপ্রবি দুই শিক্ষককে বহিষ্কার
শাহরাস্তির ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের যতো অভিযোগ
মতলব উত্তরে ঘরে ঘরে কদর বেড়েছে লাকড়ি চুলার
ফরিদগঞ্জে জোর পূর্বক ভাবে জমি দখলের অভিযোগ – আদালতে মামলা
কচুয়ায় সাড়ে ৩ লাখ টাকায় গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় রফাদফার অভিযোগ

আরও খবর

error: Content is protected !!