২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা চলবে ১১টা পর্যন্ত। এ বছর সারা দেশের মোট ৬৫ হাজার ৯০৭ পরীক্ষার্থী ৫৪৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন। প্রতি আসনের জন্য লড়ছেন ১২১ শিক্ষার্থী।
সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। জানা যায়, এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য প্রায় ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন। ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।।