ফরিদগঞ্জে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন সিআইপি জালাল আহমেদ।
১৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় কলেজ ছাত্রলীগের আয়োজনে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে, দুপুর দেড়টায় পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়, দুপুর দুইটায় পূর্ব বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব বড়ালী ইব্রাহিমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানবীর সিআইপি জালাল আহমেদ। এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন প্রয়োজনীয় দাবিদাওয়া মেটানোর আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎকালি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন-মানসিকতার উন্নয়ন সাধন সম্ভব হয়। শিক্ষার মাধ্যমেই আমরা আমাদেরকে এবং এই সমাজকে সুসংগঠিত ও সুন্দর সমাজব্যবস্থায় আনতে পারব। তাছাড়া আমরা আমাদের আশেপাশের অন্ধকার দূর করে আলোকিত সমাজ গড়তে চাইলে তোমাদের মতো শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার পাশাপাশি সুশিক্ষিত হওয়াটা বাঞ্ছনীয় বলে মনে করছি। তোমরা শিক্ষিত হলে আমরা সুন্দর একটা জাতি পাবো। যদি তোমাদের প্রয়োজনে আমাকে পাশে পেতে চাও, তাহলে আমাকে স্মরণে রেখো।
তিনি বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে তোমরা বড় বড় পদ-পদবিতে যুক্ত হবে, খুব ভালো পর্যায়ের চাকুরিজীবী হবে। সেই লক্ষ্যে এগিয়ে যেতে হলে অবশ্যই তোমাকে ভালোভাবে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। মনে রাখবে, পানির মধ্যে পানি ফেললে সেই পানি কিন্তু শোষণ হয় না, বরং বেড়ে গিয়ে সেটা আরও পরিপূর্ণ হয়; কিন্তু পাথরের মধ্যে পানি ফেললে দেখা যাবে সেই পানি শোষণ হয়ে যাচ্ছে। এজন্যই বলছি, তোমরা তোমাদের বুদ্ধি-বিবেচনার মাধ্যমে আগামী প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলবে। যেন শোষিত হতে না হয়।
শুভেচ্ছা বিনিময়কালে সফরসঙ্গী হিসেব উপস্থিত ছিলেন সিআইপি জালাল আহমেদের সহধর্মিণী মহিলা সভানেত্রী মাইমুনা জালাল ইকরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফফার সজিব, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক পাবেল পাটওয়ারী, পৌর যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ঈমান হোসেন বেপারী, সাবেক ছাত্রলীগ নেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, ৮নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিরন হোসেন মহন, ১৪নং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য নান্টু মিজি, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়াজি, সাবেক ছাত্রনেতা আবু জাফর, ১৫নং ইউনিয়ন যুবলীগ নেতা জাহিদ, ৯নং ইউনিয়ন যুবলীগ নেতা ইসমাইল হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য নূরে আলম সবুজ, ৯নং ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম পাটওয়ারী, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির পাটওয়ারী ছাড়াও কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।