মতলব উত্তরের মেঘনা নদীতে মাছ শিকার করতে যাওয়ায় ৫ জেলেকে আটক করেছে মোহনপুর
নৌপুলিশ। ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে মেঘনা নদীর এখলাছপুর এলাকা থেকে ৪ জন ও দুপুরের
বাহাদুরপুর এলাকা থেকে ২ জন আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- মোঃ কাদির মাঝি (৩০), মোঃ শাহজালাল মাঝি (৪৫), মোঃ শাহ আলম সরদার
(১৯) মো. ওসমান দর্জি (১৯), মো. হযরত আলী হাওলাদার (১৯)।
মোহনপুর নৌপুলিশ ষ্টেশনের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত
অভিযান চলছে। সেই সেই অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর এখলাছপুর এলাকা থেকে ও
বাহাদুরপুর এলাকা থেকে দুটি অভিযানে ৬ জেলেকে আটক করি। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ
আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে।