সবজি চাষের জন্য খ্যাত মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা শীতকালীন সবজি চাষ ও
তা পরিচর্যায় ব্যস্ত রয়েছেন। চরাঞ্চলসহ পুরো উপজেলায় এখন শীতকালীন শাক-সবজি শিম, মুলা,
ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, চিচিঙ্গা, শসা, বেগুন, বরবটি, করলা, লালশাক, পালংশাক,
পুঁইশাকসহ নানা জাতের শাক-সবজির পরিচর্যা করছেন কৃষক-কৃষাণীরা।
উপজেলার মাঠে মাঠে শীতের ঝলমলে রোদের আভায় সবজি ক্ষেতগুলো অপ‚র্ব শোভা ধারণ করছে।
এখানকার টাট্ধসঢ়;কা সুস্বাদু শাক-সবজির কদর রয়েছে দেশের সর্বত্র। কেবল দেশের ভেতরেই নয়,
মতলবের শাক-সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-
উপজেলায় বহু মানুষের পুষ্টি চাহিদা পূরণ করছে এখানকার সবজি। বর্ষার পানি নেমে যাওয়ার পরই
শুরু হয়েছে চরাঞ্চল ও বেড়িবাঁধের বাইরের এলাকায় সবজি চাষ। ভালো দামের আশায় কৃষকরা হরেক
রকমের সবজি চাষ করছেন। কেউ আগাম সবজি তুলছেন, কেউবা সবজির ক্ষেতে নিড়ানী, সার,
পানি ও কীটনাশক প্রয়োগ করছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় এখন শোভা পাচ্ছে লাউ, শিম, বরবটি, করলা, চিচিঙ্গা, শসাসহ
শাক-সবজির মাচা। বাজারে এখন শাক-সবজির দাম বেশি থাকায় কৃষকরা আগাম শাক-সবজি
ইতোমধ্যে তুলে বাজারে বিক্রি করা শুরু করেছেন।
উপজেলার কৃষি স¤প্রাসারণ অফিস স‚ত্রে জানা গেছে, মতলব উত্তরে শীতকালে প্রায় ১ হাজার
হেক্টর জমিতে শাক-সবজির আবাদ করা হয়ে থাকে।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, মতলব উত্তরে চাষীরা
প্রচুর পরিমাণ শাক-সবজির আবাদ করেন। এসব সবজি ঢাকাসহ বড় বড় শহরের বিভিন্ন আড়ত
এবং বাজারে সরবরাহ করা হয়।
তিনি আরো জানান, এ উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ থাকায় কৃষকরা
শীতের আগাম সবজি চাষ করে থাকেন। আগাম সবজি চাষ করে ভালো দাম পাওয়ায় কৃষকরা দিন
দিন শীতকালীন আগাম সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। উপজেলা কৃষি অফিস উপ-
সহকারি কৃষি কর্মকতাগন তরকারি চাষীদের পরামর্শ দিয়ে আসছেন।