: আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড.
সেলিম মাহমুদ বলেছেন, বাংলাদেশে দারিদ্র
বিমোচনে শেখ হাসিনার যে কৌশল তা
আজকে যুক্তরাষ্ট্রসহ অনেক উন্নত দেশে অনুকরণ
করছে। গত ১৫ বছর তিনি অসংখ্য অনুকরণীয়
কাজ করেছেন।বঙ্গবন্ধুকন্যার সঙ্গে রয়েছে এদেশের
কোটি কোটি জনগণ। যারা গণতন্ত্র ও
সাংবিধানিক শাসন নস্যাৎ করতে চায়, তারা
বোকার সাগরে বাস করছে। তাদের কোনো
ষড়যন্ত্র সফল হবে না, সফল হতে পারে না। কোনো
ষড়যন্ত্রই তিনি আজ পর্যন্ত সফল হতে দেননি।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া
উপজেলার পাথৈর ইউনিয়নের মধুপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘রুখো ষড়যন্ত্র ও
মিথ্যাচার’ প্রচার করো শেখ হাসিনার
উন্নয়ন-এই প্রতিপাদ্যে আয়োজিত সমাবেশে
প্র্রান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের যারা স্বপ্ন দেখছেন
হুটহাট করে আমাদের বাদ দিয়ে ক্ষমতায় আসবে,
সেই দিন শেষ। শেখ হাসিনা সরকার অত্যন্ত
শক্তিশালী সরকার। শুধু বাংলাদেশেই নয়, পশ্চিমা
বিশে^ এবং আরো বিদেশী প্রতিনিধিদের
সাথে আমাদের কথাবার্তা হয়, তাদের মুখ থেকে
শুনি আমাদের নেত্রী সম্পর্কে প্রশংসা। মার্কিন
দুটি রাজনৈতিক দলনেতা আমাদের নেত্রী
সম্পর্কে ভুয়শি প্র্রদংসা করেছেন।
ইউপি চেয়ারম্যান আলী আক্কাস মোল্লার
সভাপতিত্বে ও চাঁদপুর জেলা আওয়ামী
স্বেচ্ছাসেবক লীগের উপ- প্রচার সম্পাদক কামাল
পারভেজ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথির
বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি
আইয়ুব আলী পাটওয়ারী, বিজ্ঞান ও প্রযুক্তি
বিষয়ক সম্পাদক ইঞ্জি. একেএম আব্দুল
মোতালেব ঢাকা শাহবাগ থানা আওয়ামী লীগের
সভাপতি জিএম আতিকুর রহমান, উপজেলা
পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুব আলমসাবেক
ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,ইউপি
চেয়ারম্যান ইসহাক সিকদার, আওয়ামী লীগ
নেতা মো. শাহজাহানসহ আরো অনেকে।