হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কেনাকাটা মার্কেটের ৩য় তলা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর দলীয় কার্যালয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও পাওয়ার সেল’র মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন,পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন,হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজী,সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল,আলহাজ্ব সেলিম মিয়া,জাকির হোসেন মিয়াজী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাঈনুদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আশ্রাফ উদ্দিন দুলাল,আওয়ামী লীগ নেতা ড. মোস্তফা খান কামাল,আলহাজ্ব আব্দুল মান্নান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা আওয়ামী লীগ নেতা সত্যব্রত ভদ্র মিঠুন,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোল্লা,সাবেক উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আশরাফুল আলম চৌধুরী,অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধানিয়া,উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, সাবেক উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজামাল,
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন,পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু,যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি মোহাম্মদ মনির,সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান মুন্সি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মহন গাজীসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।
কার্যালয়টি দলীয় সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের জন্য সাংগঠনিক কাজে
উন্মুক্ত থাকবে বলে জানাজায়।