মোহাম্মদ হাবীব উল্যাহ্
ফরিদগঞ্জে বজ্রপাতে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে তাৎখনিক স্ট্রোক করে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার উত্তর কাচিয়ারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রুবেল হোসেন (২৬) ও সোহেল হোসেন (২৪)।
তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে পরিবারের ২ সদস্যকে হারিয়ে নিহতদের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোজাম্মেল মুঠোফোনে সংবাদকর্মীদের বলেন, এদিন সকাল পৌনে ৯টার দিকে রুবেল ও সোহেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। রোগীর লোকজনেরা জানিয়েছে, রুবেল বজ্রপাতে মারা যাওয়ার পর খবর পেয়ে সোহেল ঘটনাস্থলে স্ট্রোক করে।